Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হাউলী ইউনিয়ন পরিষদ

 

১) নাম– ০৬নং হাউলী ইউনিয়ন পরিষদ।

২) আয়তন– ১৪ বর্গ মাইল ।

৩) নাম করণঃ   হাউলী গ্রামের নাম অনুসারে হাউলী ইউনিয়ন পরিষদ নাম করণ হয়েছে।

৪) সীমানাঃ উত্তরে দর্শনা পৌরসভা ,পশ্চিমে মাথাভাঙ্গা নদী, দক্ষিণে দামুড়হুদা ইউনিয়ন এবং পূর্বে চুয়াডাঙ্গা পৌরসভা ও শংকরচন্দ্র ইউনিয়ন।

৫) লোকসংখ্যা– ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী

   পুরুষঃ ২০০০৫ জন ,মহিলাঃ ২০,০০৭ জন মোটঃ ৪০০১২ জন।

৬) গ্রামেরসংখ্যা– ১৪ টি ।

৭) মৌজারসংখ্যা– ৭টি ।

৮) হাট/বাজারসংখ্যা-০২টি ।

৯) যোগাযোগের মাধ্যম: সড়ক পথ ।

১০) শিক্ষারহার– ৬২%।(২০০১এরশিক্ষাজরীপঅনুযায়ী)

১১)  সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,

১২)   বে-সরকারী রেজিঃপ্রাঃবিদ্যালয়- ০টি,     

১৩) মাধ্যমিক বিদ্যালয়ঃ ০২টি,

১৪)   নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যলয়ঃ ০টি।

১৫)   দাখিল মাদ্রাসা- ০২টি।

১৬) ইউপিভবনস্থাপনকাল– ১৯-০৭-১৯৯৯ইং।

১৭) নব গঠিত পরিষদের বিবরণ–

                                    ক) শপথ গ্রহণের তারিখ– ৩০-০৭-২০১১ ইং

                                    খ) প্রথম সভার তারিখ– ০১-০৮-২০১১ ইং

                                    গ) মেয়াদ উর্ত্তীনের তারিথ– ৩০/০৭/২০১৬ইং

১৮) গ্রাম সমূহের নাম– (১)জয়রামপুর, (২) তারিনীপুর (৩) ডুগডুগী (৪) ছোট দুধপাতিলা, (৫) বড় দুধপাতিলা,

                            (৬) লোকনাথপুর (৭) কাদিপুর, (৮) গোবিন্দপুর, (৯) রুদ্রনগর (১০) রঘুনাথপুর,

                            (১১) নতুন বাস্তপুর, (১২) পুরাতন বাস্তপুর, (১৩) নতুন হাউলী, (১৪) পুরাতন হাউলী

 

১৯) ইউনিয়ন পরিষদ জনবল–

ক) নিবাচিত চেয়ারম্যান ০১জন।

খ) নির্বাচিত সদস্য     ১২জন

      গ) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

ঘ) ইউনিয়ন গ্রাম পুলিশ– ০৯ জন।

ঙ) অস্থায়ী কর্মচারী ০২ জন।

২১) খোয়াড় এর সংখ্যা    ৭ টি ।