Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউআইএসসি কার্যক্রম

ভুমিকা:

          সভ্যতার ক্রমবিবর্তন ও অগ্রগতির সাথে সাথে প্রশাসন ব্যাবস্থায় বৈজ্ঞানিক ক্রমবিকাশ ও অগ্রগতি সাধিত হয়। আর এই জন্য প্রয়োজন তথ্য প্রযুক্তির অবাধ সরবরাহ। এই লক্ষকে সামনে রেখে তৃণমুল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যাবহারকে মানুষের দোড় গোড়ায় নিয়ে যাওয়ার জন্য এবং সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্নমন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমান সরকার সারা দেশে ৪৫,০০ এর বেশি তথ্য সেবা কেন্দ্র স্থাপিত করেছেন ।এই সব তথ্য সেবা কেন্দ্র হতে অতি সহজে জনগন তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছে। এখন জনগনকে আর ফটোকপি, ছবি তোলা, কম্পোজ বিভিন্ন দেশ-বিদেশে ইমেল করার জন্য শহরে যেতে হচ্ছে না। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র হতে স্বল্প মুল্যে ঐ সমস্ত সেবা পাচ্ছে, যাহা জনগনের সময় ও টাকা সাশ্রয় হচ্ছে। শুধু জনগনের সুবিধা হচ্ছে না সেই সাথে সারা বাংলাদেশে ৯০০০ এর অধিক ছেলে-মেয়েদের কর্মসংস্থানেরর সৃষ্টি হয়েছে

 

হাউলী ইউপি তথ্য সেবা কেন্দ্র:

হাউলী ইউপি তথ্য সেবা কেন্দ্রটির কার্যক্রম ৩০-১১-২০১০ ইং তারিখ হতে শুরু হয়েছে। অদ্যবধি কেন্দ্রটি ব্যাবস্থাপনা কমিটির সার্বিক সহোযোগিতায় ২ জন উদ্যোক্তার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

সফলতা:

 ১। দুই (২) জন উদ্যোক্তার কর্মসংস্থান সৃষ্টি ।

 ২। তথ্য সেবার মাধ্যমে অন লাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন করা ।

 ৩। তথ্য-ই-কোষের মাধ্যমে জনগনকে সচেতনতা করা ।

 

কম্পউটার প্রশিক্ষণ কোর্সঃ

                           এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র হাউলী ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রে কম্পউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। আগ্রহী প্রার্থীগণ কে হাউলী ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রে যোগযোগের জন্য অনুরোধ করা হইল।

যোগাযোগঃ 01915 882695, 01719 938962